বরিশালে ১০ বোতল ফেনসিডিল দিয়ে মামলার বাদিকে ফাঁসানো চেষ্টা

পুলিশ ফেনসিডিলগুলোকে উদ্ধার করেছে। এ নিয়ে ওই এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে কাশিপুর গনপাড়া গলাবাড়ি এলাকায়। ওই এলাকার ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদার অভিযোগ করেন, শুক্রবার রাতে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার বসত ঘরের পাশ্ববর্তী স্থানের একটি পরিত্যক্ত স্থানে একটি বাজারের ব্যাগের মধ্যে ১০ বোতল ফেনসিডিল রেখে যায়।

গতকাল শনিবার সকালে তার স্ত্রী বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে তাকে অবহিত করেন। তাৎক্ষনিক তিনি মোবাইল ফোনের মাধ্যমে বিমানবন্দর থানা পুলিশকে জানালে থানার এস.আই মুরাদ আহম্মেদ ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বাজারের ব্যাগ ভর্তি ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। তিনি ধারনা করছেন তার পুত্র মাসুদ রানা ও চাচাতো ভাই বাবুল হাওলাদারের হত্যা মামলার আসামি মনির হোসেন, শাহীন ও তাদের সহযোগীরা তাকে (মামলার বাদি আলম হাওলাদারকে) ফাঁসাতে ওই ফেনসিডিল রেখে গেছেন। তিনি আরো জানান, সম্প্রতি ওই দুটি মামলার আসামি মনির ও শাহীন জামিনে বের হয়ে তাকে (আলম হাওলাদারকে) হত্যা মামলা দুটি উত্তোলনসহ তাকে মিথ্যে মামলায় জড়ানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিলো।