বরিশালে বিএনপির সাড়ে চার’শ নেতা-কমীর বিরুদ্ধে মামলা

শনিবার রাতে পুলিশ বাদি হয়ে বিএনপির সাড়ে চার’শ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিএনপির নেতা-কর্মীরা গ্রেফতার আতংকে এখন অনেকেই রাতে নিজ বাসা ছেড়ে অন্যত্র অবস্থান নিয়েছে।


সূত্র মতে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমন করার অভিযোগে শনিবার রাত ১১টার দিকে দ্রুত বিচার আইনে ৩১ জনকে চিহ্নিতসহ অজ্ঞাতনামা ১৫০জন বিএনপি নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করা হয়। অপর মামলাটি পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান করায় উপ-পরিদর্শক ফয়সাল আহমেদ বাদি হয়ে ৩০জন চিহ্নিতসহ ২৫০জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে। কোতোয়ালী মডেল থানার ওসি জাহাঙ্গীর হোসেন মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, হরতালের সমর্থনে বিএনপির নেতা-কর্মীরা নগরীতে বের হয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। সদর রোড ও তার আশপাশের অলি গলি দখল করে সাধারন মানুষের চলাচলে বিঘ সৃষ্টি করেছে। পাশাপাশি পুলিশের কর্তব্য কাজে বাঁধা প্রদান করে হামলা চালিয়েছে। এ কারনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


জানা গেছে, বরিশাল জেলা ও মহানগর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা শনিবার সকাল পৌনে এগারটার দিকে হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় পুলিশ তাদের ওপর লাঠিচার্জ ও টিয়ার সেল নিক্ষেপ করে।


এতে বিএনপির কমপক্ষে ৩০ জন নেতা-কর্মী আহত হয়। এসময় বিএনপি কর্মীরাও পুলিশের ওপর পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ওই ঘটনায় ২০ জন নেতা-কর্মীকে আটক করেছে। ওইদিন (শনিবার) বিকেলে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মজিবর রহমান সরোয়ার-এমপি তার কাউনিয়ার নিজ বাসভবনে পুলিশ ও শাসকদলের ক্যাডারদের তান্ডবের ঘটনার তীব্র নিন্দা জানাতে এক সাংবাদিক সম্মেলন করেন।