কার্যক্রম নেই জেলা উত্তর বিএনপির – বিএনপি বরিশাল-১ আসনের ঢাকা কেন্দ্রীক রাজনীতি

নেতারা দীর্ঘদিন থেকে গৌরনদী ও আগৈলঝাড়ার রাজনিতী ঢাকা কেন্দ্রীক করায় এখানে বিএনপির কার্যক্রম পুরোটাই ঝিমিয়ে পরেছে। এছাড়াও গত একবছর পূর্বে বরিশাল জেলা উত্তর বিএনপির কমিটি গঠন করা হলেও কেন্দ্র ঘোষিত কোন কর্মসূচীতেই ওই কমিটির নেতৃবৃন্দের অংশগ্রহন কিংবা পালন করতে দেখা যায়নি। এনিয়ে বিএনপির তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।  

সূত্রমতে, বিএনপির ঘোষিত ৩০ নবেম্বরের হরতাল সফল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্ব-স্ব এলাকায় অবস্থান নেয়ার নির্দেশ দেন দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তার এ নির্দেশকে উপেক্ষা করে এখনো এলাকায় বিএনপির কোন কেন্দ্রীয় নেতার আগমন ঘটেনি। স্বতঃস্ফুর্ত ভাবে হরতাল পালনের লক্ষে গত শনিবার গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়ার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া উপজেলা বিএনপির উদ্যোগে এখনো কোন কর্মসূচীই হাতে নেয়া হয়নি। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে এখানে বিএনপির মধ্যে ত্রী-ধা বিভক্ত হওয়ায় নেতা-কর্মীরা স্বঃর্তস্ফুত ভাবে কারো অনুষ্ঠানেই যোগদান করছেন না। দলীয় অভ্যন্তরীন কোন্দলের কারনে গৌরনদী ও আগৈলঝাড়া যুবদলের পাল্টাপাল্টি দুটি করে আহ্বায়ক কমিটি রয়েছে। গত ১৪ নবেম্বর যুবদলের কর্মসূচী পালনের সময় বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক আবুল হোসেন লাল্টুর বাড়িতে পুলিশ হানা দিয়ে কর্মসূচী পন্ড করে দেয়। এরপর থেকে এখানকার বিএনপির রাজনীতি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমেই সীমাবদ্ধ রয়েছে।

অপর আরেকটি সূত্রে জানা গেছে, গত বছরের ৩০ নবেম্বর বরিশাল জেলা উত্তর বিএনপির কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মেজবাহ উদ্দিন ফরহাদ-এমপিকে সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আকন কুদ্দুসুর রহমানকে সাধারন সম্পাদক, মুলাদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সাত্তার খানকে-সাংগঠনিক সম্পাদক, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, আগৈলঝাড়ার ইঞ্জিনিয়ার শাহ আলম, গৌরনদীর লোকমান হোসেন খানকে-সহসভাপতি নির্বাচিত করা হয়। কমিটি গঠনের এক বছর অতিবাহিত হয়ে গেলেও অদ্যবর্ধি ওই কমিটির উদ্যোগে কেন্দ্রীয় কোন কর্মসূচী পালন কিংবা ওই কমিটির কোন নেতৃবৃন্দকে দলীয় কোন কর্মসূচীতে অংশগ্রহন পর্যন্ত করতে দেখা যায়নি। এরা সকলেই ঢাকায় বসবাস করছেন। উপজেলা ও পৌরসভা ভিত্তিক বিএনপির ত্রী-ধা বিভক্তি ও পদ বাগিয়ে নেয়া নেতৃবৃন্দের অনুপস্থিতিতে দীর্ঘদিন থেকে এসব উপজেলায় বিএনপি কার্যক্রম চলছে হ-য-ব-র-ল অবস্থায়।