আসুন একটু এগিয়ে আসি – একটু মানবিক হই

পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ধ্রুব –শ্রাবণী’র পারিবারিকভাবে বিয়ে হয় ৮ মাস আগে। দুইজন উচ্ছল মানুষ ঢাকার ব্যস্ত নাগরিকতায় দাঁড়িয়ে স্বপ্ন দেখছিলেন বেঁচে থাকার – জীবনের মানে খোঁজার – একে অপরের সুখ দুঃখের সাথী হবার। ভালোই চলছিলো তাদের দাম্পত্য জীবন কিন্তু ধ্রুব একদিন খেয়াল করলেন শ্রাবণী দিন দিন কেমন যেন ফ্যাকাশে আর দুর্বল হয়ে যাচ্ছেন। ডাক্তার দেখানো হয় – বিভিন্ন টেস্ট করানো হয়। কিন্তু টেস্ট রিপোর্টগুলো যখন আসলো ওলটপালট হয়ে যায় ধ্রুব’র জগত, সংসার।

ডাক্তার জানান শ্রাবণীর অস্থিমজ্জা কাজ করছে না – আর দেশে এর কোন চিকিৎসা নেই। টাকা যোগাড় করে শ্রাবণীকে ভারতের ভেলরে নিয়ে যাওয়া হয় – ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজে। ওখানকার ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন শ্রাবণীর অস্থিমজ্জা ( বোন মেরো)কাজ করছে না। ডাক্তারি ভাষায় এই রোগের নাম অ্যাপলাস্টিক অ্যানিমিয়া। গত সেপ্টেম্বর থেকে ওষুধ চলছে, প্রতি মাসে প্রায় ৪০ হাজার টাকা খরচ হচ্ছে।প্রতি ১৫ দিন পর পর বাইরে থেকে রক্ত সঞ্চালন করতে হয়।

বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে শ্রাবণীর চিকিৎসা করা সম্ভব। ভারতে করালে ৪০ লাখ টাকা লাগবে – এটা পৃথিবীতে সর্বনিম্ন। আর সিংগাপুরে করালে এই খরচ দেড় কোটিতে যেয়ে ঠেকবে।

শ্রাবণী সমাদ্দার

ধ্রুব’র দুচোখে আজ গাঢ় অন্ধকার। পারিবারিক সচ্ছলতা নেই শ্রাবণীকে ভালো করে আনবার, ভালোবাসা – কষ্ট আর সুখ দুঃখের এই পৃথিবীটাকে দেখবার সুযোগ করে দেবার। বন্ধু বান্ধব – ধার দেনা – অফিসের সাহায্য পর্ব চুকেছে মেলা আগে। ঘরের ফ্রিজ টিভি আসবাব বেচা হয়ে গেছে। হাত পরেছে শ্রাবণীর প্রিয় গয়নাগুলোতেও।

কানে সঞ্জীবের একটা গান বাজছে………

“ওই কান্না ভেজা আকাশ আমার ভালো লাগে না

থমকে থাকা বাতাস আমার ভালো লাগে না

এই মরে মরে বেঁচে থাকা ভালো লাগে না”

ধ্রুব আর শ্রাবণীর এই অসহায়তা দেখে আমার নিজেকে খুব অসহায় লেগেছে। পরক্ষণে ভাবলাম আমি একলা হয়তো ওদের জন্যে বড় কিছু করতে পারি না কিন্তু যদি আমার মত আরো অনেকে ওদের পাশে এসে দাঁড়ায় তবে তো কিছু একটা করা সম্ভব। বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। আমি আশায় বুক বাঁধি, কারণ আমি এখনো বিশ্বাস করি আমাদের ভেতরকার মানুষগুলো এখনো মরে যায় নি।

আমার এই নোট যারা পরবেন আশা করছি তারা সবাই শ্রাবণীর সাহায্যে একটু করে হলেও এগিয়ে আসবেন। আমাদের ৪০ লক্ষ টাকার দরকার।

আসুন একটু এগিয়ে আসি – একটু মানবিক হই।

আরো বিস্তারিত জানতেঃ

http://www.facebook.com/pages/Please-Save-Sraboni-Dhrubas-Wife/167869816581260

ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরঃ

Bangladesh:

A/C no: 148.101.69714

A/C Name: Sraboni Samadder

Ring Road Branch

Dutch Bangla Bank Limited

BIC/Swift code:DBBLBDDH

email:dhruba010230@yahoo.com

Cell:+8801717251152

———————-

A/C no: 01-3137317-01

A/C Name: Mohadeb Sutradhar

A/C type:Current

Standard Chartered Bank Limited

Gulshan branch.

BIC/Swift code:SCBLBDDX

email:dhruba010230@yahoo.com

Cell:+8801717251152

—————————–

America:

Account Number: 439003994946

Account Holder: Munshi Mohammad Tanvir Ebne Chayen/ Mirza Elahi

Account Title (Last Name): Chayen / Elahi /Ahmed

Zip Code: 87109 / 00000Routing No: 026009593(Wires), 107000327(paper and electronic)

Bank: Bank of America

Branch Name: San Mateo

Branch Address: 6201 San Mateo Blvd. Ne, Albuquerque, NM 87109, USA.

Email:banglapran@googlegroups.com, diptamoy@gmail.com

Paypal Account:Paypal Id: mzaman9@yahoo.com

SM M Zaman23362 Vanowen Street West Hills, CA – 91307email:mzaman9@yahoo.com

————————-

Canada:

A/C Name: Ashraf Mohammed Iqbal

Bank: Royal Bank Canada (RBC) Bank Code: 003 Transit Code/Branch Code: 03413 A/C No.: 5265467 email:sohag_ku@yahoo.com

Cell:+19024121698

——————————

Europe:

Account Name: MR RAHAT KHAN

Account Number : 30004 01354 00000344868 15BIC (SWIFT code): BNPAFRPPETIBNP PARIBAS7, RUE DU ONZE NOVEMBRE42000 SAINT ETIENNE

TEL : 0 820 82 00 01

FAX : 04 77 49 34 95

email:rahatkhanr@gmail.com

Cell: +33667320020

————————————

Australia:

Bank Name: ANZ

Account name: Sardar Guljar

BSB: 012233

Account no: 539745049

email:smguljar1@gmail.com

Cell:+61 430287566(Mobile)+61 296259184(Other)



ধ্রুব-শ্রাবণী’র বিয়েতে তোলা ছবি