আগৈলঝাড়ায় ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষে ৫ জন আহত

গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে বরিশালের আগৈলঝাড়া উপজেলার দাসপট্টি নতুনহাটে।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, পতিহার গ্রামের কেরামত আলী হাওলাদারের পুত্র দেলোয়ার হোসেন ও তার বন্ধুরা মিলে সোমবার রাত সাড়ে নয়টার দিকে হাটের শহিদ সরদারের দোকানের সম্মুখে বসে ক্যারাম বোর্ড খেলছিলো। এসময় একই গ্রামের শিশির সরদার ও তার সহযোগীরা এসে দেলোয়ার ও তার বন্ধুদের বোর্ড থেকে সরে যেতে বলে। এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে শিশির ও তার সহযোগীরা দেলোয়ারের ওপর হামলা চালায়। দেলোয়ারের সহযোগীরাও পাল্টা হামলা চালায়। হামলা-পাল্টা হামলায় দেলোয়ার হোসেন হাওলাদার, মিন্টু, রাঢ়ী, শিশির সরদার, খালেক সরদার, আব্দুল মালেক আহত হয়। গুরুতর আহত দেলোয়ার ও মিন্টুকে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন থেকে ওই নতুনহাটে বাজিতে ক্যারাম বোর্ড খেলার নামে রমরমা জুয়ার আসর চলছে।