আইন প্রতিমন্ত্রী অ্যাটর্নি জেনারেলসহ পাঁচজনকে হত্যার হুমকি

চিঠি ঢাকা কোর্ট রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট চৈতন্য চন্দ্র হালদার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ারুল কবীর বাবুল বরাবরে পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, ‘শ্যুট অ্যান্ড কিল দেম এনি হয়ার।’ তবে চিঠির খামের ওপর প্রেরকের নাম হিসেবে নোয়াখালী জজ কোর্টের আইনজীবী বোরহানের নাম উল্লেখ করা হয়েছে। আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী বিচারক ঢাকার সাবেক জেলা ও দায়রা জজ কাজী গোলাম রসুল, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু হত্যা মামলার রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী আনিসুল হক এবং ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান অমরকৃষ্ণ রায়কে হত্যার হুমকি দিয়েছে আন্তর্জাতিকভাবে পরিচিত পাঁচটি জঙ্গি সংগঠন।  আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম পাবলিক প্রসিকিউটর হিসেবে বঙ্গবন্ধু হত্যা মামলা পরিচালনা করেছিলেন।

প্রসঙ্গত, গত বছরও একই জায়গায় আইন প্রতিমন্ত্রী ছাড়া অন্যদের নামেও অনুরূপ চিঠি পাঠানো হয়েছিল। গতকালের চিঠিটি ঢাকা জিপিও থেকে ২৩ নভেম্বর রেজিস্ট্রি করা হয়। এই চিঠি সম্পর্কে বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌসুলি আনিসুল হক সাংবাদিকদের বলেন, এটা সিম্পলি জোক। এতে আমি ভয় পাই না।