কালকিনিতে গ্রেফতারের ভয়ে রাজপথে নামেনি বিএনপি

বিএনপি ও তার অঙ্গসংগঠন মিছিল-সমাবেশ করতে পারেনি। জামায়াতকেও দেখা যায়নি কোথায়ও।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বিকালে হরতালের সমর্থনে উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী ও সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সীর নের্তৃত্বে নেতাÑকর্মীরা ডাক বাংলো, প্রেসক্লাব ও ভুরঘাট বাসষ্ঠান্ড মোড়ে জড়ো হতে থাকলে পুলিশ ধাওয়া দেয়। এতে ছত্রভঙ্গ হয়ে নেতা-কর্মীরা আশপাশের এলাকায় অবস্থান নিয়ে একাধিকবার চেষ্টা করেও মিছিল বের করতে পারেনি। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন,‘পুলিশ তার দায়িত্ব পালন করেছে। বাধা দেয়ার প্রশ্নই আসে না’।


পুলিশের এমন আচরণে মঙ্গলবার হরতালের দিনে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা রাস্তায় নামেনি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব মুন্সি বলেন, পুলিশের টর্চারিং এর জন্য আমরা মিছিল বের করতে পারছি না। মিছিল বের করলেই আমাদের আটক করা হবে’। মিছিল-মিটিং না করায় হরতালের কোনো প্রভাবই পড়েনি। সারাদেশে হরতাল পালিত হলেও এ উপজেলা সকাল থেকেই জনসাধারণের কার্যক্রম চলছিল প্রতিদিনের ন্যায় স্বাভাবিকভাবেই। আন্তঃজেলা বাস সার্ভিস বন্ধ থাকলেও মানুষ ইজিবাইক, ভারায় চালিত মটরসাইকেল ও সাধারণ যানবাহন ব্যবহার করে কার্যক্রম চালিয়ে গেছে। জামায়াতের নেতা-কর্মীদের কোথায়ও দেখা যায়নি।