উজিরপুরে হরতালে ভাংচুরের ঘটনায় ৫৯ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের ॥ ৫ জন গ্রেফতার

দলীয় ৫৯ জন নেতা-কর্মীর নামে পুলিশ দ্রুত বিচার আইনে পুলিশ বাদি হয়ে ৩টি পৃথক মামলা দায়ের করেছে। এরমধ্যে ৫ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।


এজাহারে জানা যায়, উপজেলা বিএনপির সম্পাদক আঃ মান্নান মাষ্টার, ছাত্রদল সভাপতি সাহাবুদ্দিন আকন, শ্রমিকদল সভাপতি শাহাদাত হোসেনসহ ছাত্রদল, যুবদল, শ্রমিকদলের নেতা-কর্মীদের নামে এ মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত বিএনপির ৫ নেতা-কর্মীকে গতকাল বুধবার পুলিশ বরিশাল আদালতে প্রেরন করেছেন। উপজেলার গুঠিয়া বন্দরে রাস্তা অবরোধ করে গাড়ি ভাংচুর ও যান চলাচলে বিঘœ সৃষ্টি করার দায়ে এস.আই আলতাফ হোসেন বাদি হয়ে ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে। এছাড়াও নতুনহাটে হরতালের সমর্থনে নেতা-কর্মীরা মিছিল করার অপরাধে এ.এস.আই হাবিবুর রহমান বাদি হয়ে  ১৭জনকে আসামি করে এবং ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তারমাথা নামকস্থানে গাড়ি ভাংচুরের ঘটনায় এ.এস.আই স্বপন দে বাদি হয়ে ২৬ জনকে আসামি করে অপর একটি মামলা দায়ের করেন। বিএনপি নেতা-কর্মীদের নামে এ মামলা দায়েরের প্রতিবাদে উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন।