গৌরনদীতে নারী নির্যাতন দিবস উপলক্ষে চলচিত্র প্রদশর্নী

সৃষ্টি করা হয়েছে।

গৌরনদী মাহিলাড়া ইউনিয়নে বরিশাল স্পিড ট্রাষ্ট এর আয়োজনে  ভিডিও স্কানিং’র মাধ্যমে প্রায় ২শতাধিক নারী-পুরুষদের মাঝে দেড়ঘন্টার নাটিকা প্রর্দশন করা হয়। নাটিকার মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইভটিজিং। নাটিকায় দেখানো হয় কারা ইভটিজিং করে, কেন করে, এবং কোথায় কোথায় করে।  ইভটিজারদের বিরুদ্ধে কি করা উচিত। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলের স্থানীয় সমাজ সেবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কৃষক, শ্রমিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন স্পিড ট্রাষ্ট’র জিসিএ কায়েস আহমেদ ও ফোকাল পারসন তাসফিয়া তারিয়া।