ধান লুটের সময় লাঠিয়াল বাহিনীর হামলায় মহিলাসহ ২০ জন আহত

কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সন্ধ্যায়।

প্রত্যক্ষদর্শী এলাকাবাসি ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার মিয়ারচর গ্রামের দেলোয়ার ভূইয়া ও শহীদ গাজী গংরা দীর্ঘদিন থেকে তাদের পৈত্রিক সম্পত্তি বাড়ির পাশ্ববর্তী মুলাদী উপজেলার দক্ষিণচরডাকাতিয়া মৌজার ৫৬ একর ৮৩ শতক জমিতে চাষাবাদ করে আসছিলো। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমির পাকা, আধাপাকা আমন ধান জোড়পূর্বক কাটা শুরু করে লাঠিয়াল বাহিনী বলেখ্যাত দক্ষিণচরডাকাতিয়া গ্রামের আজাহার হাওলাদার, চান্দু বেপারী, আব্দুর রব ডিলারসহ তাদের ৪০/৫০ জন সহযোগীরা। এ খবর পেয়ে দেলোয়ার ভূইয়া, শহীদ গাজী ও তাদের সমর্থকেরা ঘটনাস্থলে পৌঁছে ধান কাটতে বাঁধা প্রদান করে। এ সময় লাঠিয়াল বাহিনীর সদস্যরা তাদের ওপর হামলা চালায়। হামলায় ফারুক সিকদার, হারুন-অর রশিদ, আব্দুল হালিম, মাহবুবুল ইসলাম, বেল্লাত আলী হাওলাদার, ফাতেমা বেগম, ইয়ারুন নেছা, মেনেকা বেগম, সানোয়ারা বেগম, পেয়ারা বেগম, মাহবুব সিকদার, আলমতাজ বেগম, সোহেদা বেগম, সুলতান হাওলাদার, রুহুল আমীন, খলিল সিকদার, শহীদ গাজীসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুরুতর আহত ৬ জনকে ওইদিন রাত আটটায় গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।