বরিশালের শংকর মঠ ছাত্রাবাসে অগ্নিকান্ড

ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

শংকর মঠের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাসুদেব কর্মকার বাসু বলেন, ভস্মীভুত চার কক্ষে বিএম কলেজ, বরিশাল কলেজ ও হাতেম আলী কলেজের ১৪ জন ছাত্র থাকতেন। অগ্নিকান্ডে ছাত্রদের বই, খাতা, প্রয়োজনীয় কাগজপত্র ও পোশাকসহ মূল্যবান মালামাল ভস্মিভূত হয়েছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ সোহরাব হোসেন জানান, বিদ্যুতের শর্ট সার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিসের কর্মীরা পৌছানোর পূর্বেই ঘরটি ভস্মিভূত হয়েছে।