ক্ষমতার দাপটে মেয়র ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশ উপেক্ষা – সড়কের উপর বিল্ডিং নির্মান

মেয়র ও উপজেলা চেয়ারম্যানের নির্দেশকে উপেক্ষা করে সরকারী খরচে নির্মিত পৌর সভার চরগাধাতলী এলাকার একটি সড়কের উপর  আধা পাকা ভবন নির্মান করেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসীসহ সংশ্লিষ্টরা ।

পৌরসভা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভার ৫নং ওয়ার্ডের চরগাধাতলী এলাকার সাধারন মানুষের যাতায়াত সুবিধার জন্য ২০০৭ সালে দুলাল কর্মকারের বাড়ি হইতে মসজিদ পর্যন্ত ভায়া চরগাধাতলী দেলোয়ারের বাড়ি পর্যন্ত দুই লক্ষ আঠাশ হাজার টাকা ব্যায়ে সড়ক ও ড্রেন নির্মান করে। কিছুদিন আগে ওই ওয়ার্ডের বাসিন্দা  গৌরনদী উপজেলা আওয়ামী কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আলমগীর উকিল নিজে  ক্ষমতার  দাপট দেখিয়ে তার শ্বশুর মোঃ আমিনুল ইসলামকে নিয়ে ব্যাক্তিগত স্বার্থে ড্রেন ও রাস্তা বন্ধ করে দেয় । এ ঘটনায় ওই এলাকার বাসিন্দা জনৈক জাকিয়া সুলতানা পৌরসভা মেয়র ও উপজেলা চেয়ারম্যানের কাছে আবেদন করলে তারা তদন্ত পূর্বক অবৈধ ও জনস্বার্থের পরিপন্থী কাজ করার জন্য নিষেধ করে। এতে কৃষকলীগ নেতা আলমগীর ক্ষিপ্ত  হয়ে তার শ্বশুরকে নিয়ে ওই স্থানে ভবন করার উদ্যোগ নেন। এক পর্যায়ে গত ২৫নভেম্বর  ঘটনাস্থলে উপস্থিত হয়ে পৌর মেয়র মোঃ নুরুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান মোঃ শাহ আলম খান কাজ বন্ধ রাখতে নির্দেশ দেয়। এ নির্দেশকে উপেক্ষা করে সড়কের উপর ভবন নির্মান সমান্ত করে। এলাকাবাসী জানান, গায়ের জোরে সড়ক ও ড্রেন বন্ধ করে দেয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ। অবরুদ্ব হয়ে পড়েছে কয়েকটি পরিবার। এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে সুবিচার চেয়েছেন পৌরবাসী।