শ্রমিকলীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের হত্যার হুমকি ॥ থানায় পৃথক তিনটি সাধারন ডায়েরী

গত ৪ ডিসেম্বর থানায় একইদিনে ৩টি সাধারণ ডায়েরী করা হয়েছে। হত্যার হুমকির জন্য নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন।

জিডিসূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা সদরে ছাত্রলীগের দুই গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গত ৩ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় ০১৮১৯-৯০১১৫৯ নম্বর মোবাইল থেকে উপজেলা যুবলীগের সহ-সভাপতি রফিক তালুকদারসহ তার পরিবারের সকলকে হত্যার হুমকি দেয়। এছাড়া ৩ ডিসেম্বর বিকেলে উপজেলা শ্রমিকলীগের সভাপতি লিটন তালুকদারকে ০১১৯৭-২৮৬০৩৯ নম্বর মোবাইল থেকে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে। ২ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলা সদরের লাবিব ডায়াগনিস্টিক সেন্টারের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন কলেজ ছাত্রলীগ কর্মী সাগর সেরনিয়াবাতকে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দেয়।

এব্যাপারে একইদিন শনিবার বিকেলে ৩ জনের জীবনের নিরাপত্তা চেয়ে পৃথক পৃথকভাবে আগৈলঝাড়া থানায় জিডি করা হয়েছে। নং- ১১২, ১১৩ ও ১১৪ (তারিখ- ৪/১২/২০১০ইং)। হুমকির ঘটনায় উপজেলা শ্রমিকলীগ, যুবলীগসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ পৃথকভাবে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন।