বরিশাল নগরীর দক্ষিনাংশে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বৃদ্ধি

রাস্তায় বের হতে পারছে না এলাকাবাসী।

স্থানীয় সূত্র জানায়, নগরীর রূপাতলী এলাকায় র‌্যাব-৮’র কার্যালয় থাকলেও তার আশপাশ এলাকায় অহরহ চলছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এ ঘটনাগুলো সাধারণত ২৪ ও ২৫নং ওয়ার্ডের বিভিন্ন সড়কে ঘটছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়কে র‌্যাব ও পুলিশের নজরদারী থাকলেও এসব পাড়া মহল্লার সড়কগুলো থাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরের বাইরে। এই সুযোগে চোর ছিনতাইকারীরা এসব গলিকে নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়ে রাতের আধারে মুখোশ পরে চুরি ছিনতাই করে আসছে। রাত সাড়ে ১২টায় রূপাতলীর চান্দুর মার্কেট এলাকার গাউছিয়া সড়কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র মেহেদী হাসান বাসায় ফেরার পথে মৌলভী বাড়ি নামক স্থানে একদল মুখোশধারী ছিনতাইকারীর খপ্পড়ে পরে গুরুতর আহত হয়। এ সময় তারা মেহেদী হাসানের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়। ছিনতাইকারীর হামলায় আহত হাসান জানান, ঝামেলা এড়াতেই মামলা করবেন না। তবে তার পরিবার ছিনতাইকারীদের গ্রেপ্তারের দাবী জানান।

পুলিশ কমিশনার ডাঃ আব্দুর রহিম জানান, চিহ্নিত ছিনতাইকারীরা জেল থেকে জামিনে বেরিয়ে এসব করছে। বরিশাল নগরীতে ছিনতাই চুরির ঘটনা রোধ কল্পে পুলিশী টহল জোরদার করা হবে। তার মতে পুলিশের একার পক্ষে সব নিয়ন্ত্রণ সম্ভব নয় অন্য সব আইন শৃঙ্খলা বাহিনীকেও সতর্ক দৃষ্টি রাখতে হবে।