গৌরনদী পৌর নির্বাচনে নতুন মুখের ছড়াছড়ি

আর এ নতুন মুখের প্রার্থীরা এখন নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন।

সূত্রমতে, এখানে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে গৌরনদী উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছকে মনোনীত করা হয়েছে। অপরদিকে জাতীয় পার্টি থেকে এখানে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ডিতা করবেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক, সরকারী গৌরনদী কলেজের সাবেক জিএস ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ আলাউদ্দিন ভূঁইয়া। বিএনপির পক্ষ থেকে এখনো কোন প্রার্থীর নাম ঘোষনা করা না হলেও আজ মঙ্গলবার সন্ধ্যায় তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষনা করার কথা রয়েছে। বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শরীফ হাফিজুর রহমান, টিপু, বরিশাল জেলা উত্তর বিএনপির সহসভাপতি আ.ফ.ম রশিদ দুলাল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার বর্তমান মেয়র নুরুল ইসলাম নুর আলম হাওলাদার ও উপজেলা যুবদলের আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন। নুর আলম হাওলাদার ব্যতিত বিএনপির অন্যান্য প্রার্থীরা সকলেই নতুন মুখ।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক আকন কুদ্দুসুর রহমানের সমর্থনে এখানে প্রার্থী হতে পারেন গৌরনদী পৌর বিএনপির সভাপতি এস.এম মনির-উজ জামান মনির। অপর একটি সূত্রে জানা গেছে, স্থানীয় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ও সংস্কারপন্থি নেতা এম.জহির উদ্দিন স্বপনের সমর্থনে এখানে পৌর মেয়র প্রার্থী হতে পারেন গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক শরীফ জহির সাজ্জাত হান্নান। অপরদিকে আওয়ামীলীগ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের প্রায় অর্ধশতাধিক কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পেতে জোরলবিং শুরু করেছেন। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে অধিকাংশই বয়সে হচ্ছেন তরুন। নতুন মুখের মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সমান তালে গণসংযোগের মাধ্যমে এখন নির্বাচনী এলাকার মাঠ চষে বেড়াচ্ছেন।