বরিশালের প্রাথমিক শিক্ষার্থীদের মাথায় বাজ

এর মাঝে গত কাল ছিল ৪র্থ শ্রেনীর বিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা দিতে এসে ছাত্র-ছাত্রীরা বিপাকে। পরীক্ষা শেষে ছাত্র-ছাত্রীরা জানায় ছার ছাগলে পাইছে আমাগো পরীক্ষা ভালো হয়নাই। ২০১০ সালের ৪র্থ শ্রেনীর বিজ্ঞান বিষয়ে ছাগল নিয়ে কোন বিষয় সংযুক্ত নাই তবুও ঐ বিষয়ে প্রশ্নপত্রে একাধিক বিষয় সংযুক্ত। বিষয়টি নিয়ে এখন হিজলা উপজেলায় তোলপাড়। কে করেছেন ঐ প্রশ্ন ? তবে এ বিষয়ে কোণ শিক্ষকই মুখ খুলছেন না। তারা জানান ঐ শিক্ষক হয়তো ছাগল প্রেমিক।

জানা গেছে ঐ প্রশ্ন যাচাই বাছাইয়ের কাজে দায়িত্বে ছিলেন মেমানিয়া সঃ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম। তিনি তৃতীয় শ্রেনীর বিজ্ঞান বিষয়ে পারদর্শী। ৪র্থ শ্রেনীর প্রশ্ন করার বিষয়ে তার সাথে আলাপকালে জানায় বিষয়টি ছাপাখানা ভুল করছে। সহকারী শিক্ষা অফিসার শুনিলচন্দ্র জানান বিষয়টি শিক্ষকদের ভুলের কারণে হতে পারে। প্রতি বছর সিলেবাস পরিবর্তন করার কারণেই এঘটনার সূত্রপাত। ভার প্রাপ্ত শিক্ষা অফিসার ধীরেন্দ্র চন্দ্র শিকদার জানান বিষয়টি আমরা খতিয়ে দেখছি। বর্তমানে বিষয়টি নিয়ে উপজেলা শিক্ষক মহল সহ অভিভাবকদের মধ্যে মিশ্র প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে।