গৌরনদীতে প্রাইমারী সমাপনী পরীক্ষার খাতাদেখা শেষ ॥ ফি-তে তুষ্ট নন পরীক্ষকরা

খাতা দেখা শেষ হবার পর নিরিক্ষার কাজও গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। তবে সরকারের নির্ধারিত ফিতে তুষ্ট নন পরীক্ষক ও নিরীক্ষকেরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৩ হাজার ১৩১ জন প্রাইমারী শিক্ষার্থী ও এবতেদায়ী মাদ্রাসার ৩৪৭ জন পরীক্ষার্থী প্রাইমারী সমাপনী পরীক্ষায় অংশগ্রহন করে। শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে উপজেলা সহকারী প্রাইমারী শিক্ষা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খাতা দেখার জন্য প্রাইমারী স্কুলের ৯৬ জন শিক্ষককে পরীক্ষক ও ৩০জন শিক্ষককে নিরীক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করেন। গত ৩০ নবেম্বর থেকে খাতা দেখার কাজ শুরু হয়ে তা শেষ হয় গত ৫ ডিসেম্বর। পরীক্ষকরা খাতা দেখা শেষ করার পর গত ৬ ডিসেম্বর থেকে গতকাল বৃহস্পতিবার (৯ডিসেম্বর) পর্যন্ত চলে নিরীক্ষার কাজ।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক পরীক্ষক ও নিরীক্ষকেরা জানান, সরকার প্রাইমারী সমাপনী পরীক্ষার খাতার দেখার জন্য পরীক্ষকদের জন্য প্রতি খাতায় ৫ টাকা ও নিরীক্ষকদের জন্য ৪’শ টাকা ফি ধার্য্য করেছে। যা খুবই নঘন্য। তারা এ ফি বাড়িয়ে দেয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।