সাইনবোর্ড আছে গাছ নেই – বৃক্ষ শূন্য গৌরনদী উপজেলা চত্বর

পরিষদ চত্বরে চলছে এর উল্টো। উপজেলা চত্বরের কৃষি বিভাগের নার্সারী এখন গাছ শূন্য। নার্সারীটি এখন রীতিমতো পরিনত হয়েছে গো-চারন ভূমিতে। অথচ এটি দেখার যেন কেউ নেই।


গত জুন মাসে ওই নার্সারীতে বৃক্ষ রোপন করেছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। ওইসময় তাদের রোপনকৃত বৃক্ষের (গাছের) সাথে সাইনবোর্ড ঝুঁলিয়ে দেয়া হয়েছিলো। গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, সেই সব সাইবোর্ডই শুধু রয়েছে কিন্তু নেই রোপনকৃত গাছ। দীর্ঘদিন পূর্বে উপজেলা চত্বরে গবাদী পশু চড়ানো নিষিদ্ধ করেছিলেন তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুল হক। তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ বৃক্ষের চারা রোপনও করেছিলেন। বর্তমানে কর্তৃপক্ষের গাফিলতির কারনে গোটা উপজেলা চত্বর এখন গো-চারন ভূমিতে পরিনত হয়েছে। আর সে কারনেই বৃক্ষ শূণ্য হতে চলছে গৌরনদী উপজেলা পরিষদ চত্বর।