পবিপ্রবির ভর্তি পরীক্ষা আগামিকাল শুক্রবার

প্রথম বর্ষের বিভিন্ন ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শুক্রবার অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে,  শুক্রবার ‘বি’ ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে ১১.৩০টা, ‘এ’ ইউনিটের  পরীক্ষা  ১২টা থেকে ১.৩০টা এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা দুপুর ২.৩০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের ৪২৫ টি আসনের বিপরীতে ৩৩৯৯ জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অবতীর্ণ হবে।

এ ইউনিটের অধীনে কৃষি,মৎস্য বিজ্ঞান, ডক্টর অব ভেটোনারী মেডিসিন অনুষদে মোট ২৯৫টি আসনের বিপরীতে ১৪৯২ জন,বি ইউনিটের অধীনে ব্যাবসা প্রশাসন,ব্যাবস্থাপনা অনুষদে বিবিএ প্রগ্রোমে ৭৫টি আসনের বিপরীতে ১০৩২ জন এবং সি ইউনিটের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ৫৫টি আসনের বিপরীতে ৮৭৫জন শিক্ষার্থী ভর্তি যুদ্ধে অংশ নিবে।

ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর ড.আলী আজগর ভূইয়া বলেন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd  থেকে পরীক্ষার বিস্তারিত তথ্য ও ফলাফল জানা যাবে।