মার্ডার অন দ্যা ওরিয়েন্ট/বিডিআর এক্সপ্রেস!

সকালে ঘুম ভাংগল মিঃ রসেটের মৃত্যু সংবাদে। বেচারার শরীরে ১২টা আঘাতের চিনহ্‌। ছুরির আঘাতগুলো বেশ রহস্যময় মনে হল Poirot’র কাছে। কোনটা বেশ গভীর, কোনটা আবার একেবারেই কাঁচা হাতের। ডান হাত আর বা হাতের আঘাত লক্ষ্য করে Poirot বুঝে নিলেন খুনী একজন নয়, একাধিক। মৃতের কামরায় আরও কিছু আলামত জব্দ করলেন তিনি, যার মধ্যে অন্যতম ছিল সিল্কের রুমালের উপর “H” অক্ষর সেলাই করা রুমাল, তামাক পাইপ পরিস্কার করার হাতল ও গার্ড ইউনিফর্মের একটা বোতাম। প্রতিটা আলামতই ভিন্ন জনের ইংগিত বহন করছিল। Poirot বুঝতে অসূবিধা হলনা বিভ্রান্ত করার জন্যেই আলামতগুলো ইচ্ছাকৃতভাবে সাজানো হয়েছে। লাশের পাশে ছিন্ন ভিন্ন হয়ে পরে থাকা একটা চিঠি পুনঃগঠনের মাধ্যমে Poirot উদ্বার করতে সক্ষম হল রসেটের আসল পরিচয়। যুক্তরাষ্ট্রের নটরিয়াস ফিউজেটিভ রসেটের আসল নাম কাসেট্টি। এই কাসেট্টি ৩ বছর বয়েসী ডেইজী আর্মষ্ট্রংকে কিডন্যাপ করে বিপুল অংকের পন আদায় করে নেয় আর্মষ্ট্রং পরিবার হতে। কিন্তূ তাও সে খুন করে শিশু ডেইজীকে এবং পালিয়ে যায় আমেরিকা হতে। ডেইজীর মা ছিল পোয়াতী, খবর সইতে না পেরে প্রি-ম্যচুরড্‌ প্রসবে মারা যান তিনি। মনের দুঃখে ডেইজীর বাবা মাথায় গুলি করে আত্মহত্যা করেন। রাতে দেখা রহস্যময়ী নারীর পরনের কিমানোটা রসেটের লাগেজে দেখে Poirot বুঝে নেন কোন একটা মাষ্টার প্লানে খুন করা হয়েছে রসেটকে। Hercule Poirot’র সুচতুর জেরার মুখে বেরিয়ে আসে কামরার ১১জন যাত্রীর রসেটের জীবনের সাথে জড়িত থাকার কাহিনী। ১২ জনের কামরায় একজনের নাম ইচ্ছাকরেই ভুল বসানো হয়েছিল যাতে করে বিভ্রান্ত করা যায় ১২টা আঘাত। এই ১২তম ব্যক্তি আদৌ ট্রেনে উঠেনি, এবং এ কারণেই Poirot’র টিকেট পেতে সূবিধা হয়েছিল। একে একে এগার জনের পরিচয় এভাবে সাজাল তিনি:
১) মাষ্টারম্যান – কর্নেল আর্মষ্ট্রং’এর যুদ্বকালীন সময়ের পরিচর্যাকারী
২) কর্নেল আরাবাটনট – কর্নেল আর্মষ্ট্রং’এর অতি ঘনিষ্ট বন্ধু
৩) মিসেস হুবার্ড – অভিনেত্রী। আসল নাম লিন্ডা গোলডেন্‌বার্গ, নিহত ডেইজীর নানী
৪) কাউন্টেস আদ্রেনী – ডেইজীর খালা
৫) প্রিন্সেস ড্রাগমিরফ – ডেইজীর গডমাদার
এবং অন্যান্য।
সমস্ত আলামত বিশ্লেষন পূর্বক খুনের দুটি মোটিভ উপস্থাপন করেন Poirot; প্রথমতঃ রসেটের গ্যাংষ্টার শত্রুদের কেউ একজন পুরানো শত্রুতার প্রতিশোধ নিতে গভীর রাতে ট্রেনে প্রবেশ করে খুন করে মিলিয়ে যায় তুষার ঝড়ে। দ্বিতীয় মোটিভটা খুবই চমকপ্রদ ও লৌমহর্ষক। Poirot মতে, কামড়ার ১১জন যাত্রীর সবাই মিলে খুন করেছে রসেটকে। এই ১১ জনের সবাই আর্মষ্ট্রং পরিবারের আত্মীয় অথবা শুভাকাংখী। ৩ বছর বয়সী ডেইজীর খুন ও তার পিতা-মাতার অপমৃত্যুর প্রতিশোধ নিতে বছরের পর বছর ধরে এরা পরিকল্পনা করেছে এবং অপেক্ষায় থেকেছে মোক্ষম সময়ের। ওরিয়েন্ট এক্সপ্রেসে যৌথ মার্ডারের সবকিছুই পরিকল্পনা মাফিক এগুচ্ছিলো, শুধু বাধ সাধে Poirot’র উপস্থিতি। ১১জনের সবাই কান্নায় ভেংগে পরে Poirot’র সামনে এবং স্বীকার করে নিজদের দোষ। Poirot এবং তার বন্ধু মিঃ বৌউক্‌ মিলে সিদ্বান্ত নেয় পুলিশের কাছে খুনের প্রথম মোটিভটা তুলে ধরার।

২য় পর্ব। মার্ডার অন দ্যা বিডিআর ফ্রন্ট। পিলখানা, ঢাকা।
২৪শে ফেব্রুয়ারীর, ২০০৯ সাল। বাংলাদেশ রাইফেলস্‌’এর হেডকোয়ার্টার পিলখানার দরবার হলে বসতে যাচ্ছে সেনা-জওয়ানদের বার্ষিক যৌথসভা। সভার শুরুতেই গর্জে উঠল জওয়ানদের অস্ত্র। ৫৭ জন সেনা অফিসারের রক্তে রঞ্জিত হল পিলখানার মাটি।

পূর্ব কথাঃ
১৫ই আগষ্ট, ১৯৭৫ সাল। সেনা অফিসারদের অস্ত্রের গর্জনে লুটিয়ে পরল বাংলাদেশের স্থপতি ও তার পরিবারের প্রায় সবাই। একই সেনাদল জাতীয় নেতাদের কাপুরুষের মত হত্যা করল জেলখানায়। ক্ষমতা দখলের দৌড়ে নিজেরা প্রাণ হারাল, সাথে নিল আরও শত শত প্রাণ।

৩০শে মে, ১৯৮১ সাল। জেনারেল জিয়া সেনাপতির উর্দি ফেলে সিভিলিয়ান তঘমা লাগানোর আয়োজন সমাধা করে ফেলেছেন প্রায়। এমনি এক প্রেক্ষাপটে সেনাছাউনির অফিসারদের অস্ত্রের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গেল তার লাশ।

//

১লা জানুয়ারী, ২০০৭ সাল। গণতন্ত্র উত্তোরনের পথে বাংলাদেশ থমকে গেছে। রাজনৈতিক অরাজকতার সূযোগে সেনাছাউনীর জেনারেলরা ব্যরাক হতে বেরিয়ে চেপে বসল রাষ্ট্রযন্ত্রে। উদ্দেশ্য, পথচ্যুত ট্রেনকে পথে ফিরিয়ে আনা। এমন পথের বলি হয়ে একে একে জেলে গেল দেশের নেতা নেত্রীর দল। মাসের পর মাস জেল খাটলেন ওনারা। জাতি অবাক হয়ে শুনল তাদের নৈতিক স্খলনের কাহিনী।

২৪শে ফেব্রুয়ারীর পৈচাশিক হত্যাকান্ডের সন্ধিক্ষনে খুনীদের নেতা তৌহদকে তলব করা হল সেনা অফিসারদের নির্মম খুনে স্বজনহারা প্রধানমন্ত্রীর দরবারে। খুনী তৌহিদকে বিডিআর প্রধান বানিয়ে বাকি সবার জন্যে সাধারণ ক্ষমরা ঘোষনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী আপদকালীন ঝামেলা মোকাবেলায় নিজের ’চৌকষতা’ প্রমান করলেন। পাশাপাশি শত শত অপরাধীদের জন্যে খুলে দেয়া হল পালানোর রাস্তা। ক্রাইসিস মোকাবেলায় নেত্রীর এই ’পটুতায়’ মুগ্ব হয়ে জাতি প্রধানমন্ত্রীকে উপহার দিল ’শান্তিকন্যা‘ উপাধি। ৫৭ অফিসারের রক্ত না শুকাতেই ’শান্তিকন্যার’ পুরস্কার গ্রহন করে নেত্রী ধন্য করলেন জাতিকে।

যে সেনা অফিসারদের অস্ত্রের কাছে বলি দিতে হয়েছে মা-বাবা, ভাই সহ গোটা পরিবার, যাদের পৈচাশিকতায় ছিন্নভিন্ন হয়েছিল স্বামীর লাশ, সেই সেনা অফিসারদের প্রাণ রক্ষার্থে এগিয়ে আসবেন দুই নেত্রী, এমনটা যারা ভেবেছিলেন তাদের হয়ত আগাথা কৃষ্টির ’মার্ডার অন দ্যা ওরিয়েন্ট এক্সপ্রেস’ উপন্যাসটা পড়া ছিলনা।

-ধন্যবাদ।

Source : Ami Bangladeshi