পরিবর্তন হতে পারে অনেক মনোনয়ন প্রত্যাশীর ভাগ্য

ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে যাদের বিরুদ্ধে তৃণমূল পর্যায়ের জনসাধারন ও দলীয় নেতা-কর্মীদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাবে তাদের মনোনয়ন দলীয় ভাবে পরিবর্তন করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছেন উভয় দলের র্শীর্ষ পর্যায়ের নির্বচনী বোর্ডের নেতৃবৃন্দরা। সেক্ষেত্রে এখানকার অনেক মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর ভাগ্য পরিবর্তন হওয়ার আশংকা দেখা দিয়েছে।

সূত্রমতে, ইতোমধ্যে চারদলীয় জোটের প্রার্থী হিসেবে গৌরনদী পৌরসভার সম্ভ্রাব্য মেয়র প্রার্থী ও সাবেক মেয়র নুরুল ইসলাম নুরে আলম হাওলাদারের নাম ঘোষনার পর পরই দলীয় তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার চারদলীয় জোটের নেতৃবৃন্দ পৌর নির্বাচনকে সামনে রেখে এক জরুরি সভা করেছেন। গৌরনদী উপজেলার টরকী বন্দরের বার্থী ভবনে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতিত্ব করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান। ওইসভায় তৃণমুল পর্যায়ের নেতা-কর্মীদের মতামত গ্রহন করা হয়েছে। আগামি ২/১দিনের মধ্যে চারদলীয় জোটের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষনা করার কথা জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। সেক্ষেত্রে পরিবর্তন হতে পারে মনোনয়ন প্রত্যাশী নুরে আলম হাওলাদারের ভাগ্য। অপরদিকে আওয়ামীলীগের নির্ভরযোগ্য একটি সূত্রে জানা গেছে, কয়েক দফা বৈঠক করা হলেও এখানো বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার জন্য মহাজোটের প্রার্থী হিসেবে কাউকে নির্ধারন করা হয়নি। আগামিকাল মঙ্গলবার চুড়ান্ত ভাবে বাকেরগঞ্জ পৌরসভার মহাজোটের প্রার্থীর নাম ঘোষনা করার কথা রয়েছে। সেখানেও পরিবর্তন হতে পারে মহাজোটের সম্ভ্রাব্য পৌর মেয়র প্রার্থী মাহবুবুর রহমান।