বরিশাল বিভাগের পৌরসভার সবকটি কেন্দ্রকে ঝুঁকি পূর্ন হিসেবে চিহ্নিত

নির্বাচন কমিশন। বরিশাল বিভাগীয় নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে। ঝুঁকি পূর্ন পৌরসভার মধ্যে রয়েছে বরিশাল জেলার গৌরনদী ও মেহেন্দিগঞ্জ, ভোলা সদর, লালমোহন, চরফ্যাশন, ঝালকাঠির নলছিটি, পিরোজপুরের মঠবাড়িয়া, পটুয়াখালী সদর, বরগুনার আমতলী। ঝুঁকিপূর্ন পৌরসভায় মোট ৯৭টি ভোট কেন্দ্র রয়েছে। এর মধ্যে গৌরনদীতে ১৩ টি ভোট কেন্দ্র রয়েছে। অনুরূপভাবে মেহেন্দিগঞ্জে ৯টি,ভোলা সদরে ১০টি,লালমোহনে ৯টি,চরফ্যাশনে ৯টি ,নলছিটিতে ১০টি,পিরোজপুরের মঠবাড়িয়ায় ৯টি,পটুয়াখালী সদরে ২০টি,বরগুনার আমতলীতে ৯টি ঝুঁকিপূর্ন চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।

বরিশাল বিভাগীয় উপ-নির্বাচন কমিশনার মোঃ মনিরুল ইসলাম বলেন, বিভাগের ঝুঁকি পূর্ন কেন্দ্র গুলো চিহ্নিত করে ইতোমধ্যে নির্বাচন কমিশনে লিখিত আকারে পাঠানো হয়েছে। এসব ঝুঁকি পূর্ন কেন্দ্রে নিরাপত্তা জোরদারের প্রয়োজনের কথা বলা হয়েছে। ঝুঁকি পূর্ন কেন্দ্র গুলোতে সুষ্ঠ সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলে উপ-নির্বাচন কমিশনার মন্তব্য করেন।
প্রসঙ্গত, বরিশাল বিভাগে ১৩ জানুয়ারী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র দাখিলের শেষ সময়সীমা ১৫ ডিসেম্বর। বাছাই ১৮-১৯ডিসেম্বর। প্রর্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।