বরিশালে অর্ধশতাধিক নারী নেত্রী নির্বাচনে প্রতিদ্বন্দী করবেন

ইতোমধ্যে তারা কোমর বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিরামহীন ভাবে নির্বাচনী প্রচারনা ও দোয়া প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন এসব নারী নেত্রী ও তাদের সমর্থকেরা। যদিও ইতিপূর্বে পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের নির্বাচিত কাউন্সিলরদের সঠিক মূল্যায়ন করা হয়নি। সর্বক্ষেত্রেই নির্বাচিত মহিলা কাউন্সিলররা ছিলেন অবহেলিত এ অভিযোগ এনে অতিসম্প্রতি নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) এম.এ শাখাওয়াত হোসেনের কাছে সরাসরি অভিযোগ তুলেছিলেন গৌরনদী পৌরসভার এক নির্বাচিত মহিলা কাউন্সিলর। তার পরেও পৌর নির্বাচনের তফশিল ঘোষনার পর পরই সম্ভ্রাব্য মহিলা কাউন্সিলর প্রার্থীরা কেউই ঘরে বসে নেই। নির্বাচনী মাঠ গোছাতে তারা এখন মহাব্যস্ত সময় কাটাচ্ছেন।

বিভিন্ন সূত্রে জানা গেছে, জেলার গৌরনদী পৌরসভার সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে কামর বেঁধে মাঠে নেমেছেন আওয়ামীলীগ সমর্থিত সেলিনা খানম ও বিএনপির ছবি বেগম। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সৈয়দা খায়রুন নাহার মায়া ও বর্তমান কাউন্সিলর বিএনপির শাহনাজ পারভীন রুহিনা। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের সাবিনা ইয়াসমিন, রোকেয়া বেগম, ফেরদৌসি বেগম ও বর্তমান কাউন্সিলর বিএনপির হোসনেয়ারা বেগম বেবী। বানারীপাড়া পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগের কনিকা চন্দ, খালেদা খানম ও বিএনপির ডেইজি বেগম। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের ময়না বেগম, সুন্দরী বেগম ও বর্তমান কাউন্সিলর বিএনপির শাহানা পারভীন শানু। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের বর্তমান কাউন্সিলর ফাতেমা সেলিম ও আলো রানী বণিক। মুলাদী পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে আইরিন খান ও ইশরাত জাহান লিপি। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে শিউলি নাজমিন, ছালমা বেগম, মমতাজ বেগম, শামীমা আক্তার বিউটি, নাছিমা বেগম। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে সামচুন নাহার, জেসমিন আক্তার ও ইসরাত জাহান। মেহেন্দীগঞ্জ পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডে আলেয়া বেগম, নাছিমা খানম, মিতা রানী দাস, আইরিন শরীফ ও নাসরিন বেগম। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে দেলোয়ারা বেগম দিলু ও পপি বেগম। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে রাশিদা পারভীন বিউটি, সুরাইয়া পারভীন ও নাছিমা বেগম। বাকেরগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে সরাসরি কাউন্সিলর পদে প্রতিদ্বন্ডীতা করবেন নারী নেত্রী রোকসনা আক্তার। এছাড়াও সংরক্ষিত ১,২ ও ৩ নং ওয়ার্ডে  মমতাজ বেগম ও আকলিমা বেগম। ৪,৫ ও ৬ নং ওয়ার্ডে ভানু বেগম, রাজিয়া বেগম, তাহমিনা বেগম ও নাছিমা বেগম। ৭,৮ ও ৯ নং ওয়ার্ডে আনোয়ারা বেগম, শিউলি বেগম ও তিপ্তি রানী ব্যানার্জি দীর্ঘদিন থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে নির্বাচনী প্রচারনা ও দোয়াপ্রার্থী হিসেবে ঘুরে মাঠ সরগরম করে রেখেছেন। সূত্রমতে, এদের বাহিরে এ পাঁচটি পৌরসভার সংরক্ষিত আসনে আরো মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। সবমিলিয়ে বরিশালের ৫টি পৌরসভায় এবছর অর্ধশতাধিক নারী নেত্রী নির্বাচনে প্রতিদ্বন্ডীতা করবেন।