গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ডোবার মধ্যে ভাসমান অবস্থায় বৃদ্ধা আছিয়ার লাশ উদ্ধার করে।
{loadposition adsense} |
তিনি আরো জানান, সুরাতাহাল রিপোর্টে লাশের গায়ের বিভিন্ন অংশে ক্ষতের চিহৃ রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা বেড়িয়ে আসবে বলেও তিনি উল্লেখ করেন। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় বৃদ্ধা আছিয়ার পুত্র জামাল সরদার বাদি হয়ে অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-০১/০১-০৩-১০ ইং)। এ রির্পোট লেখা পর্যন্ত হত্যার কারন জানা যায়নি।