হাজার-হাজার গ্রামবাসীর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকার হাজার হাজার নারী-পুরুষ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন। বাটাজোর সমাজসেবা যুব ঐক্য সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিকেল চারটায় বিক্ষোভ মিছিলটি বাটাজোরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণপশ্চিমপাড়া রেজিষ্টারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ সেবক ওয়াজেদ আলী সরদার, রিপন মন্ডল, হেলাল সরদার, ব্যবসায়ী অমল বালা, নির্মল দেবনাথ, সংগঠনের সাংগঠনিক সম্পাদক গোপাল হালদার প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারী বসু শংক বণিক ও তার সহযোগীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, একদিন কাজে যোগদান না করায় গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের প্রভাবশালী বসু শংক বণিক ও তার লোকজনে গত ১১ ডিসেম্বর রাত ১১ টার দিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে পাশ্ববর্তী দক্ষিণপশ্চিম পাড়া গ্রামের রতন ব্যাপারির পুত্র দিনমজুর বঙ্কিম চন্দ্র ব্যাপারিকে (২২)। এ ঘটনায় নিহতের পিতা রতন ব্যাপারি বাদি হয়ে গত ১৩ ডিসেম্বর ৩ জনের নাম উল্লেখসহ আরো ২/৩জনকে আসামি করে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনার পর থেকে আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশের জোড় প্রচেষ্টা অব্যাহত রয়েছে।