দেহ তল্লাশি ও হাজতবাসের শিকার হলেন আরো এক ভারতীয় রাষ্ট্রদূত

বিমানবন্দরে এ অবস্থার মুখোমুখি হন। গায়ে হাত দিয়ে তল্লাসি চালাতে দিতে অস্বীকার করায় তাকে কিছু সময় হাজতেও আটকে রাখা হয়েছিল।

চলতি ডিসেম্বর মাসের ৪ তারিখে ভারতীয় রাষ্ট্রদূত মীরা শংকরের দেহ তল্লাশি ঘটনার রেশ শেষ হতে না হতেই অপদস্থ হলেন রাষ্ট্রদূত। তবে, কবে এ ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে উল্লেখ করেছে ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল। এ খবরে আরো বলা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে শিখ বংশোদ্ভুত ভারতীয় রাষ্ট্রদূতের পাগড়িতে তল্লাশি চালায় টেক্সাস বিমান বন্দরের নিরাপত্তা কর্মীরা। তবে কূটনীতিবিদ হারদীপ সিংয়ের বাঁধার মুখে জোর করেই এভাবে দেহ তল্লাশি চালানো হয় এবং তাকে বিমানবন্দরের ‘হাজতে’ আধ ঘন্টা আটক রাখা হয়।
ভারত সরকার এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং আজ আরো পরে এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা গণমাধ্যমে বিবৃতি দেবেন।