লন্ডনে ৩ অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার

মঙ্গলবার হাই ওয়েস্ট স্ট্রিটে স্পাইস সেন্টার রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে অভিবাসন বিষয়ক সংস্থা বর্ডার এজেন্সি। অবৈধ অভিবাসীদের সনাক্ত করতে যুক্তরাজ্যজুড়েই অভিযান চালাচ্ছেন সংস্থার কর্মকর্তারা।

অভিযানের অংশ হিসেবে সন্ধ্যায় স্পাইস সেন্টার রেস্তোরাঁয় যান কর্মকর্তারা। সেখানে তল্লাশি চালিয়ে ৩৪ বছর বয়সি একজন এবং ২৬ বছর বয়সি দুজন বাংলাদেশিকে অবৈধ বলে সনাক্ত করেন তারা।  গ্রেপ্তারকৃতদের নাম প্রকাশ করা হয়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ৩৪ বছর বয়সি ব্যক্তি যুক্তরাজ্যে অবৈধভাবে ঢুকেছিলেন। অন্য দুজনের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিলো। এদের মধ্যে ২৬ বছর বয়সি একজন অভিযানের সময় পালানোর চেষ্টা চালিয়েছিলেন, তবে সফল হননি।  গ্রেপ্তার তিন জনকেই পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। তারে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলে বর্ডার এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন। অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়ার জন্য স্পাইস সেন্টার রেস্তোরাঁকেও জরিমানার সম্মুখীন হতে হচ্ছে। এদিকে মাদক কেনা-বেচার অভিযোগে গত সপ্তাহে ১০ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে টাওয়ার হ্যামলেট পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/০৯১০ ঘ.