মাশরুম চাষ উন্নয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করণ শীর্ষক প্রশিক্ষন সম্পন্ন

প্রশিক্ষন গতকাল বুধবার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (বিপিইউএস) বরিশালের আগৈলঝাড়ার উদ্যোগে কৃষি গবেষনা কেন্দ্র রহমতপুর হটি কালচার সেন্টারে তিনদিনের প্রশিক্ষন শেষে প্রশিক্ষার্নীথের মাঝে সনদপত্র ও মাশরুম স্পন প্যাকেট বিতরন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা বিপিউইএস’র নির্বাহী পরিচালক বদিউল আলম বাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক দেবাংশু কুমার সাহা। বক্তব্য রাখেন প্রশিক্ষক উদ্যান তথ্যবিদ বিনয় কুমার সাহা, মাশরুম উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সহকারী উদ্যান তথ্যবিদ লিপিকা মজুমদার প্রমুখ। তিনদিনের প্রশিক্ষনে ৩০ জন প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহন করেন।