ওসির বক্তব্যে উল্লাসিত মুক্তিযোদ্ধারা

বাকি দিনগুলো তাদের খোঁজ খবর কেউই রাখেন না। শুধু মুখে মুখেই বাংলার অকুতভয় মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধা হিসেবে আখ্যা দেয়া হয়। অথচ তারা সর্বক্ষেত্রেই রয়েছেন অবহলেতি। মুক্তিযোদ্ধারা আজো ভিক্ষা করে, রিকসার প্যাডেল চেঁপে শত কষ্টের মাঝে বেঁচে আছেন। এটা জাতির জন্য একটি কলংকজনক অধ্যায়। আজ সময় এসেছে মুক্তিযোদ্ধাদের সঠিক মূল্যায়ন করতে হবে। প্রতিটি মুক্তিযোদ্ধার খোঁজখবর নিতে হবে। জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রামগঞ্চের প্রতিটি সড়ক ও রাস্তা মুক্তিযোদ্ধাদের নামানুসারে করতে হবে।

এসময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের কড়তালি ও জয়বাংলা শ্লোগানে মুখরিত হঠে পুরো মিলনায়তন। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনাসভায় এমনই একটি মুহুর্তের সৃষ্টি হয়েছিলো গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদীতে। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের উপস্থিতিতে বিশেষ অতিথির বক্তব্যে উল্লেখিত কথাগুলো বলেন গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম-পিপিএম। উপজেলা প্রসাশনের উদ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।