আজ শুক্রবার পবিত্র আশুরা

প্রিয় দৌহিত্র হযরত ইমাম হুসাইন (রাঃ) ইরাকের কারবালা প্রান্তরের ফোরাত নদীর তীরে স্ব-পরিবারে ও একান্ত সহচরদের নিয়ে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। ইসলামের সোনালী যুগের ইতিহাসে বিশ্ব মুসলিম উম্মার জন্য বেদনাবিধুর একদিন। কারবালার শোকাবহ ও মর্মস্পর্শী ঘটনাকে কেন্দ্র করেই এই দিনটি মুসলিম ঐতিহ্যের ধারক। মুসলমানদের গৌরবগাঁথা ঐতিহাসিক ঘটনা প্রবাহের মধ্যদিয়ে দশ মহররম আজও মুসলিম হৃদয়ে চিরভাস্বর হয়ে রয়েছে। কারবালার হৃদয়বিদারক ঘটনাটি শুধু মুসলিম জাতিই নয়, বরং বিশ্ববাসীর কাছেও মর্মান্তিক ও নিন্দিত বলে বিবেচিত।  সত্য ও ন্যায়ের জন্য আত্মত্যাগের মহিমায় গৌরবান্বিত আশুরা আজও মুসলিম হৃদয়ে সংগ্রাম ও ত্যাগের গতি সঞ্চার করে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পৃথক পৃথক বাণী দিয়েছেন।