যেকোন মুহুর্তে গ্রেফতার হতে পারেন গোলাম আজম

এজন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। গোয়েন্দা পুলিশ দক্ষিণের ডিসি মনিরুল ইসলাম বৃহস্পতিবার জানিয়েছেন, গোলাম আজম যেকোনো সময় গ্রেফতার হতে পারেন। এজন্য ডিবির টিমকে প্রস্তুত রাখা হয়েছে। সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশ এসে পৌঁছানো মাত্রই তারা অভিযানে নামবেন। অন্যদিকে যুদ্ধাপরাধীদের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান বৃহস্পতিবার বলেছেন, গোলাম আজমের যুদ্ধাপরাধের নথি প্রস্তুত। আজকালের ভেতর তাকে গ্রেফতারের জন্য আদালতের কাছে পরোয়ানা চাইতে পারেন পাবলিক প্রসিকিউটররা।

এদিকে গোলাম আজমের গ্রেফতারের সময় আসন্ন হওয়ায় তার ১১৯/২, কাজী অফিস লেন, বড় মগবাজারের বাড়িতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গোলাম আজমের গতিবিধি পালাক্রমে নজরদারি করছেন গোয়েন্দা সংস্থার ফিল্ড ওয়াচাররা। গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা পরিচয় গোপন রাখার শর্তে জানিয়েছেন, যেকোন দিন মধ্যরাতের পর তাকে গ্রেফতার করা হবে। এজন্য  ডিবির একটি টিম প্রস্তুত রাখা হয়েছে। গোলাম আজমের বাড়ির দারোয়ান বলেছে, স্যার, বাড়িতেই আছেন। এবাদত বন্দেগী করে সময় কাটাচ্ছেন।