আগৈলঝাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

আগৈলঝাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ১৩ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের মাঝে সম্মাণনাসহ প্রাইজবন্ড বিতরণ করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইউব আলী মিয়া, আগৈলঝাড়া আওয়ামীলীগ আহ্বায়ক ইউসুফ মোল্লা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দিসহ মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আগৈলঝাড়ায় বিজয় দিবস উদযাপন
দেশের সকল যুদ্ধাপরাধীদের বিচার দাবী করে ৪০ তম বিজয় দিবস আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সুচনা করা হয়। সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, মুক্তিযোদ্ধা ও  যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা, বিকেল ক্রিড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ করেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইউব আলী মিয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অশোক কুমার নন্দি। বিজয়ের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ, বিভিন্ন বিদ্যালয়, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সকালে দলীয় কার্যালয়ে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ সহবিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অনুরুপ কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ।