আগৈলঝাড়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫টি পদ শূণ্য

পদগুলো শূণ্য থাকার কারণে প্রাতিষ্ঠানিক কাজ ব্যাহত হচ্ছে। দীর্ঘ একযুগ যাবৎ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি শূণ্য রয়েছে। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা, প্রাণীসম্পদ বিভাগের সার্জন, নির্বাচন কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রকৌশল বিভাগে ২জন এসও-র পদ শূণ্য থাকায় ৮টি দপ্তরের দাপ্তরিক কাজে সমস্যার সৃষ্টিসহ উপজেলার সাধারণ জনগণ ভোগান্তি ও বিড়ম্বনার শিকার হচ্ছে। এসব দপ্তরে কর্মকর্তা না থাকায় অনেক কাজ দীর্ঘদিন যাবৎ পেন্ডিং রয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন মেডিকেল অফিসারের পদ শূণ্য রয়েছে। ফলে আড়াই লক্ষাধিক লোকের জনবসতির এ উপজেলায় স্বাস্থ্যসেবা চরমভাবে বিঘিœত হচ্ছে। এছাড়া উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা উচ্চ বিদ্যালয়, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয়, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, রাজিহার মাধ্যমিক বিদ্যালয়সহ ৭টি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ ও প্রধানশিক্ষকের পদ দীর্ঘদিন ধরে শূণ্য রয়েছে। এসব বিদ্যালয়ে অন্যান্য শিক্ষকের পদও শূণ্য রয়েছে। ফলে এসব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে।