গৌরনদীতে অভিবাসন দিবস উপলক্ষে গণনাটক

সহায়তায় বরিশালের গৌরনদী বন্দর সংলগ্ন বালুর মাঠে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে সম্ভাব্য অভিবাসীদের সচেতনতা বৃদ্ধির লক্ষে অভিবাসন বিষয়ক একটি গণনাটক অনুষ্ঠিত হয়েছে। নাটক শেষে দর্শক প্রতিক্রিয়ায় জানা যায়, নাটক থেকে তারা অভিবাসন সম্পর্কিত অনেক  বিষয়ে সচেতন হয়েছে এবং বৈধভাবে কাগজপত্র যাচাই বাছাই করে বিদেশ যেতে উদ্বুদ্ধ হয়েছে। এরপূর্বে ওইদিন সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কাউন্সিলর গাজী নঈমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল¬াহেল বাকী, বিশেষ অতিথি ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের গৌরনদী সেন্টার ম্যানেজার এসএম ফারুক আহমেদ, ব্র্রাকের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন। র‌্যালী ও আলোচনা সভায় ওয়্যারবীর গৌরনদী সেন্টারের প্রকল্প কর্মীবৃন্দ, সম্ভাব্য ও বিদেশ ফেরত অভিবাসী ও অভিবাসী পরিবারের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।