অ্যাশেজে সমতায় ফিরলো অস্ট্রেলিয়া

অ্যাশেজ সিরিজে সমতায় ফিরেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

দ্বিতীয় পালায় মাইকেল হাসির শতকের সুবাদে অস্ট্রেলিয়া রান তোলে ৩০৯। প্রথম পালায় তারা সংগ্রহ করেছিল ২৬৮ রান। প্রথম পালায় ইংলিশদের সংগ্রহ ছিল ১৮৭ রান। দ্বিতীয় পালায় একদিন বাকি থাকতেই ১২৩ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

রোববার ইংল্যান্ড দ্বিতীয় পালায় চতুর্থ দিনের খেলা শুরু করে ৫ উইকেটের বিনিময়ে ৮১ রান নিয়ে। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান জেমস অ্যান্ডারসন তার শূন্য রানের ইনিংস বেশি দূর নিয়ে যেতে পারেননি। ব্যক্তিগত ৩ রানেই রায়ান হ্যারিসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরেন তিনি।

হ্যারিসের বলে এলবিডব্লিউ’য়ের শিকার হওয়ার আগে ২৩ বল খেলে ১৬ রান করেন দিনের শুরুতে অ্যান্ডারসনের সঙ্গে ব্যাট করতে নামা ইয়ান বেল। সঙ্গে ছিল তিনটি চারের মার। চতুর্থ দিনে এটি ছিল ইংলিশদের ব্যক্তিগত সর্বোচ্চ রান।

ম্যাট প্রিয়র ৯ বল খরচায় ১০ রান করে হ্যারিসের বলে হাসির তালুবন্দী হয়ে সাজঘরের পথ ধরেন।

অন্য কোনো ব্যাটসম্যান অজি বোলাদের দুর্দান্ত পারফরম্যান্সে দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।

ইংলিশ শিবিরে ধস নামিয়ে দেয়া রায়ান হ্যারিস ৪৭ রান দিয়ে শিকার করেন ৬টি উইকেট। মিচেল জনসন উইকেট নেন ৩টি, রান দেন ৪৪। ১৬ রানে একটি মাত্র উইকেট নেন বেন হিলফেনহজ।

ম্যাচ সেরা হন অস্ট্রেলিয়ার মিচেল জনসন।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ১-১ এ সমতায় ফিরলো অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটি অমীমাংসিত ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৩০ ঘ.

 

এবং

শচীনের শতকের অর্ধ-শতক

আরো একটি রেকর্ড গড়লেন শচীর টেন্ডুলকার। রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ৫০তম শতক হাঁকিয়েছেন তিনি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে শতকের অর্ধ-শতক পূর্ণ করলেন ভারতের এই কিংবদন্তী ব্যাটসম্যান।

১৯৭ বল খরচ করে এই মাইলফলকে পৌঁছান তিনি। সঙ্গে ছিল ১২টি চার ও একটি ছক্কার মার।

১৯৮৯ সালে ১৬ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক হয় টেন্ডুলকারের।

এছাড়া একদিনের ক্রিকেটে ৪৬টি শতক রয়েছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/২০১২ ঘ.