এক জেলে পরিবারকে পুড়িয়ে মারার হুমকি ॥ জালে অগ্নিসংযোগ

করার লক্ষে ওই পরিবারে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দিয়েছে ভূমিদস্যু প্রভাবশালীরা। তারই ধারাবাহিকতায় জেলে পরিবারের আয়ের একমাত্র উৎস মাছ ধরার জালে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় অসহায় ওই পরিবারটির মধ্যে আতংক বিরাজ করছে। উপায়অন্তুর না পেয়ে গতকাল সোমবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের প্রত্যন্ত কেফায়েতনগর গ্রামে।

ওই গ্রামের হিন্দু সম্প্রদায়ের অসহায় জেলে রনজিত সরকারের স্ত্রী রেখা রানী সরকার গৌরনদী প্রেসক্লাবে হাজির হয়ে অভিযোগ করেন, তার পিতা কেফায়েতনগর গ্রামের মৃত হরে কৃষ্ণ শিউলীর রেখে যাওয়া ৩ একর ৭৯ শতক জমির ওপর দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে একই গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু রব হাওলাদার ও ফারুক হোসেনের। তারই ধারাবাহিকতায় ভূমিদস্যুরা একে একে ওই জেলে পরিবারের বিরুদ্ধে দায়ের করে চারটি মিথ্যে মামলা। ওইসব মামলার আসামি হয়ে কারাভোগ করেন রেখা রানী সরকার, তার স্বামী রনজিত সরকার, ভাই দ্বিনেশ শিউলী, মিলন ও শ্যামল শিউলী। রেখা রানী অভিযোগ করে বলেন, অতিসম্প্রতি প্রভাবশালীরা দেশ ত্যাগের জন্য আমাদের নানা ধরনের ভয়ভিতি প্রদর্শন করে। দেশত্যাগ না করলে আমাদের স্ব-পরিবারকে পুড়িয়ে মারা হবে বলেও হুমকি প্রদর্শন করা হয়।

তারই ধারাবাহিকতায় গত ৯ ডিসেম্বর রাতে প্রভাবশালীরা জেলে পরিবারের একমাত্র আয়ের উৎস মাছ ধরার জালে অগ্নিসংযোগ করে। এ ঘটনার পর থেকে অসহায় ওই জেলে পরিবারের মধ্যে চরম আতংক দেখা দিয়েছে। অসহায় পরিবারটি ভুমিদস্যু প্রভাবশালীদের কবল থেকে রেহাই পেতে প্রসাশনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।