বরিশালে প্রশিক্ষণ বিমান বির্ধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত

গতকাল সোমবার দুপুরে বির্ধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় বিমানটির পাইলট এবং কো-পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার আশরাফ আলী ও পাইলট মাহমুদ হাসান।

জানা গেছে, বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান যশোর বিমান ঘাটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি বিমান (পিটি-৬-৩৫১০) সোমবার দুপুর ২টা ১০মিনিটের দিকে বরিশালের রহমতপুরে পৌঁছলে বিকট শব্দে বিমানটি আকাশেই বিস্ফোরিত হয়ে পড়ে যায়।

বরিশাল বিমান বন্দরের ম্যানেজার হানিফ গাজী Gournadi.com-কে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বির্ধ্বস্ত বিমানের উদ্ধার অভিযান শুরু করেছেন। এদিকে ঢাকা থেকে বিশেষ হেলিকপ্টারযোগে ৪টার দিকে বরিশাল পৌঁছেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ মোঃ জিয়াউর রহমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ আলহাজ্ব আবুল হাসনাত আব্দুল্লাহ, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট শওকত হোসেন হিরন। তাদের সাথে বরিশাল পৌঁছেছেন বিমান বাহিনীর উদ্ধারকারী দলের সদস্যরাও। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ক্রুটির কারনেই বিমানটি বির্ধ্বস্ত হয়েছে।