এইচএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ, বাগধা স্কুল এ্যান্ড কলেজ, বাহাদুরপুর নিশিকান্ত গাইন গার্লস স্কুল এ্যান্ড কলেজ, মোহনকাঠি স্কুল এ্যান্ড কলেজ ও ছয়গ্রাম স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে বোর্ডফি’ ১হাজার ২শ’ ৩০ টাকা হলেও কলেজগুলো শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে কলেজ কর্তৃপক্ষ। অনেক শিক্ষার্থী জমি বন্ধক, স্বর্ণালঙ্কার, গরুসহ পরিবারের মুল্যবান জিনিসপত্র বিক্রি করে ফরম পূরণের অতিরিক্ত টাকা জোগার করছে। অভিভাবকরা কলেজের শিক্ষকদের কাছে বারবার ধর্ণা দিয়েও কলেজ নির্ধারিত টাকা কমাতে না পেরে সাধারণ ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অতিরিক্ত টাকা কলেজের শিক্ষকরা পরবর্তীতে ভাগ-বাটোয়ারা করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা সদরের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজে দীর্ঘদিন ধরে নির্বাচিত ছাত্র সংসদ না থাকায় শিক্ষার্থীদের অতিরিক্ত ফি’র ব্যাপারে অভিযোগ দেয়ার কোন স্থান নেই বলে তারা অভিযোগ করেন।