আগৈলঝাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের বই সংকট

অন্যান্য শ্রেণীর বই চাহিদা অনুযায়ী পাওয়া গেলেও ৫মশ্রেণীর উল্লেখযোগ্য বইয়ের ১কপিও এপর্যন্ত পাওয়া যায়নি। একারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের শুরুতেই বিপর্যয়ের আশংকা দেখা দিয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যানুযায়ী ২০১১ শিক্ষাবর্ষে ১মশ্রেণীর বাংলা, গণিত  ও ইংরেজী ৫২০৩ সহ ১৫ হাজার ৬শ’ ৯ সেট বই চাহিদার বিপরীতে সকল বই পাওয়া গেছে। চাহিদা অনুযায়ী ২য়শ্রেণীর বাংলা, গণিত, ইংরেজী ৪৭৭৪ সেট বইসহ ১৪ হাজার ৩শ’ ২২ সেট বই পাওয়া গেছে। অনুরূপ ৩য়শ্রেণীর বাংলা, ইংরেজী, গণিত, সমাজ ও বিজ্ঞান বিষয়ে ৪৯৫৭, ইসলামধর্ম ২৯৫০, হিন্দুধর্ম ১৯০৫, খ্রীস্টধর্ম ১০২ সেটসহ ২৯ হাজার ৭শ’ ৪২ সেট বই পাওয়া গেছে। ৪র্থশ্রেণীর বাংলা, গণিত ও ইংরেজী, সমাজ, বিজ্ঞান ৪৪৩০, ইসলামধর্ম ২৪৮৪ চাহিদা অনুযায়ী পাওয়া গেলেও হিন্দুধর্ম ১৮৫৪, খ্রীস্টধর্ম ৯২ সেট বইয়ের একটিও পাওয়া যায়নি। ৫মশ্রেণীর ইংরেজী, সমাজবিজ্ঞান, ৩১৫০ সেটের বিপরীতে ৩ হাজার সেট বই এবং ইসলামধর্ম চাহিদা অনুযায়ী ১৭২৩ সেট, হিন্দুধর্ম ১৩২৫ খ্রীস্টধর্ম ১০২ সেট বই পাওয়া গেলেও বাংলা, গণিত বিষয়ে ১সেট বইও এপর্যন্ত পাওয়া যায়নি। এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান জানান, চলতিমাসের মধ্যেই সকল বই পাওয়া যাবে এবং চলতিমাসের শেষসপ্তাহে উপজেলার ৪টি ক্লাস্টারের আওতায় ৯৫টি বিদ্যালয়ের শিশুদের মধ্যে বছরের প্রথমদিনেই বই বিতরণ করা হবে।