গৌরনদীর ২২টি হাট-বাজারের ইজারা বাতিল

প্রত্যক্ষদর্শীরা জানায়, সমঝোতা করে প্রতিটি হাট বাজারের জন্য তিনটি করে দরপত্র ইউএনও অফিসে দাখিল করা হয়। গুছ কমিটির সিদ্ধান্ত অমান্য করে ভূরঘাটা হাটের জন্য রেজাউল করিমের নামে সাড়ে ৭ লক্ষাধিক টাকার একটি দরপত্র ইউএনও অফিসে দাখিল করেন উপজেলা যুবলীগ নেতা মাহাবুব আলম কুট্টিসহ ৬/৭ জন যুবলীগ নেতা। এ নিয়ে ওইসময় উপজেলা পরিষদ চত্বরে যুবলীগের দু’গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা, সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন নেতা-কর্মী আহত হয়েছিল।
গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান জানান, হাট-বাজার ইজারার দরপত্র গুছ (সমঝোতা) করে দাখিলের অভিযোগে উপজেলার ২২ টি হাট-বাজারের ইজারা বাতিল করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মাহবুব খান জানান, সঠিক দর না পাওয়ায় উপজেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ২২ টি হাট-বাজারের ইজারা বাতিল করা হয়েছে।