মনির হত্যাকারীদের ফাঁসির দাবিতে উত্তাল বরিশাল

ও পৌর নির্বাচনের কাউন্সিলর পদপ্রার্থী মনির হোসেন রাঢীর (৩৫) হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল। নগরীসহ বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা বিক্ষোভ সমাবেশ অব্যাহত রেখেছেন। গতকাল বৃহস্পতিবার  বিকেলে মুলাদী উপজেলার সর্বস্তরের নারী-পুরুষ খুনীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বিক্ষোভ মিছিলে জনতার ঢল নামে।

বিক্ষোভ মিছিলটি মুলাদী প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে মুলাদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবির প্যাদার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক তারিকুল হাসান মিঠু খান, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কে. এম মোশাররফ হোসেন, উপজেলা জাতীয়পার্টির সদস্য সচিব ফখরুল আহসান শাহজাদা মুন্সি, মুলাদী বন্দর বণিক সমিতির সভাপতি এফ.এম মাইনুল ইসলাম, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আরিফ হোসেন সরদার, সাবেক ছাত্রলীগ নেতা সালেহ উদ্দিন হাওলাদার প্রমুখ।    

অপরদিকে ওইদিন দুপুরে নিহত মনির হোসেন রাঢ়ীর স্ত্রী হামিদা বেগমের নেতৃত্বে উপজেলার শত শত নারী নেত্রীরা হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। ওই মিছিলে অংশগ্রহন করেন নিহত মনিরের চার বছরের একমাত্র শিশু কন্যা এশা। পিতার হত্যাকারীদের গ্রেফতারপূর্বক বিচারের দাবিতে অবুঝ শিশু এশা বিক্ষোভ মিছিলে অংশনিয়ে কান্নায় ভেঙ্গে পরেন। অবুঝ শিশুর বাবা-বাবা বলে কান্নায় মিছিলে অংশগ্রহনকারীদের মধ্যে ও ওই এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে।

বিক্ষোভ মিছিল শেষে নিহত মনির হোসেনের সহধর্মীনি হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন নারী নেত্রী পপি আক্তার, রুবী আক্তার, রুনু বেগম, নিপু বেগম, দিনারা আক্তার, হাসিনা বেগম, সামচুন্নাহার, বকুল বেগম, বিলকিস জাহান প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পূর্বক ফাঁসির দাবি করেন। অপরদিকে নির্ভিক ও জনপ্রিয় সাংবাদিক মনির হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রেখেছেন বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি, উজিরপুর, বাবুগঞ্জ, বানারীপাড়া, হিজলা, মেহেন্দিগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলার সংবাদ কর্মীরা। একইভাবে বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটি, Gournadi.com সহ বিভাগের ঝালকাঠি, ভোলা, পিরোজপুর, বরগুনা ও পটুয়াখালীতে সংবাদ কর্মীরা মনির হোসেনের হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন।

মুলাদী থানার অফিসার ইনচার্জ ওসি আমিরুজ্জামান আমির বলেন, এখন পর্যন্ত মামলার কোন আসামি গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ২/১দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা সম্ভব হবে বলেও তিনি উল্লেখ করেন।