হিজলায় আঃলীগ নেতার বাসভবনের সম্মুখে গুলি বর্ষন

হাওলাদারের বাসভবনের সম্মুখে শুক্রবার ভোর রাতে গুলি বর্ষন ও অগ্নিসংযোগ করে আতংক সৃষ্টি করেছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এ ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে আওয়ামীলীগ নেতা বাদি হয়ে হিজলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আওয়ামীলীগ নেতা এনায়েত হোসেন হাওলাদার বলেন, আমার জানামতে কারো সাথে আমার ব্যক্তিগত কোন্দল বা শত্রুতা নেই। তবে রাজনৈতিক শত্রু বা প্রতিপক্ষ থাকতে পারে। তিনি আরো বলেন, আওয়ামীলীগের আগামি কমিটিতে আমি সাধারন সম্পাদক প্রার্থী। এ কারনে কেউ কিংবা কোন মহল ইর্ষান্বিত হয়ে আমাকে হত্যার ষড়যন্ত্র করে থাকতে পারে।

সূত্র মতে, অজ্ঞাতনামা একদল সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আওয়ামীলীগ নেতার হিজলা ডিগ্রি কলেজ সংলগ্ন বাসভবনের সম্মুখে শুক্রবার ভোররাতে তিন রাউন্ড গুলি বর্ষন ও অগ্নিসংযোগ করে। এ ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভোররাতে আওয়ামীলীগ নেতার বাসভবনের সম্মুখে বিকট শব্দ হয়েছে। শুক্রবার প্রতুষ্যে সেখান থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।