পরিবারের পাঁচজন অসুস্থ্য
আধুনিক সভ্যতার যুগে পল্লী চিকিৎসকের পরামর্শে খুঁজলি প্যাচরা (এল্যার্জি) রোগ থেকে আরোগ্য লাভের জন্য ধুতরা ফলের বড়া খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ্য হয়ে এখন গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার সীমান্তবর্তী বাবুগঞ্জের রহিমগঞ্জ গ্রামে।
অসুস্থদের নিকট আত্মীয়রা জানান, ওই গ্রামের নুর আলম শরীফের ৫ সদস্যর পরিবারের সবারই দীর্ঘদিন থেকে খুঁজলি প্যাচরা (এলার্জি) রোগ দেখা দেয়। ওইরোগ থেকে আরোগ্য লাভের জন্য তারা স্থানীয় পল্লী চিকিৎসক সামসুল আলমের কাছ থেকে চিকিৎসা নেন। দীর্ঘদিন ঔষধ সেবনে কোন প্রতিকার না হওয়ায় গতকাল বুধবার সকালে পল্লী চিকিৎসকের সরনাপন্ন হলে তিনি ধুতরা গাছের ফল দিয়ে বড়া বানিয়ে খাওয়ার পরামর্শ দেন। পল্লী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গৃহকত্রী রুনু বেগম ধুতরা ফল দিয়ে বড়া বানিয়ে গতকাল বুধবার দুপুরে পরিবারের সকলেই ভাতের সাথে বড়া খায়।
ধুতরা ফলের বড়া খেয়ে মুহুর্তের মধ্যে পরিবারের গৃহকর্তা নুর আলম শরীফ (৪০), গৃহকত্রী রুনু বেগম (৩৫), কন্যা সুখী আক্তার (১৭), পুত্র মিরাজ হোসেন (১০) ও সমরাজ’র (১৩) বমি ও পাতলা পায়খানা শুরু হয়। এক পর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পরলে বিকেল তিনটায় তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্ত্যবরত চিকিৎসক ডাঃ দেওয়ান আব্দুস সালাম জানান, ধুতরা ফল একটি মারাত্মক বিষ। এ ফল ও পাতা খাওয়ার পর মানুষ মারাও যেতে পারে।