৩। গ্রাডিয়েন্টের ব্যবহার:
আমি নিজে অনেককেই দেখেছি যারা হরেক রকমের রং নিয়ে গ্রাডিয়েন্ট বানিয়ে ডিজাইনে ব্যবহার করে যা মোটেও দৃস্টি-নন্দন নয় । প্রায় কাছাকছি রং এবং হালকা থেকে গাঢ় করে ২-৩ টি রংঙের গ্রাডিয়েন্ট নিয়ে কাজ করলেই সুন্দর হয়।
৪। কালো রং এর ব্যবহার :
আমিও এরকম ভুল করতাম। সুন্দর ব্যবহারের জন্য C=90, M=60, Y=30, K=100, রাখুন । দেখুন কেমন হয়।
৫। ফিল্টারের মাত্রাতিরিক্ত ব্যবহার:
অনেক মাত্রাতিরিক্ত ফিল্টার ব্যবহার করে ছবির মৌলিকত্ব হারায়।
৬। ফটোশপে লগো বানানো:
ফটোশপে লগো বানানোর চেস্টা বাদ দেয়া ঊচিত । ইলাস্ট্রেটর ব্যবহার করুন ।
৭। ৩০০পিক্সেলের কম রেজুলেশন প্রিন্টের কাজ করা:
অনেকেই 72 পিক্সেলের ছবি নিয়ে পিন্ট করার কাজকরে দেখেছি । যেটা আপনাকে ভাল মানের ছবি দিবে না।
৮। Slortcut না জানা:
আপনি যে প্রোগ্রামেই কাজ করুন না কেন আপনাকে Shortcut গুলো জানতে হবে তা না হলে অনেক সময় অপচয় হবে। ফটোশপের ক্ষেত্রে অনেক বেশি সমস্যা হতে পারে । সময় অপচয় হয় আরও বেশি।
৯। Layer ও Folder ব্যবহার না করো :
নতুন ব্যবহারকারীরা Layer ও Folder ব্যবহার না করায় অনেক সমস্যায় পড়ে।
১০। ছবি সাদা কালো করা:
ছবি সাদা কালো করতে অনেক অভিজ্ঞ ডিজাইনারকে ওদেখি Image-Adjustment-Desaturate.ব্যবহার হবে।
তা না করে Image-Adjust>Channel Mixer ব্যবহারকরে Monochromeচেক করে ভাল মানের ছবি পাওয়াযায়্।
Pmbossed.ও dropshadow এরদুটি ব্যবহারের স্মেত্রে সর্তকতার সাথে ও হালকা ভাবে ব্যবহার করা উচিত ।
১১। Guide gridএর সুবিধা না নেয়া:
Guide ও Gridএর মাধ্যমে লেয়ারকে সহজেই সুবিধাজনক যায়গায় বাসানো যায় অথচ অনেকেই এ
কাজটি করতে আলসতা করে।
Source : TutorialBD.com