ধুমধামের মধ্য দিয়ে বড়দিন পালিত

ব্যাপক কর্মসুচী পালন করা হয়েছে। বড়দিনকে ঘিরে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে জেলার চারটি ব্যাপ্টিস চার্চসহ ধর্মপল্লীর আওতাধীন ৩১টি গ্রামে। বড়দিন উপলক্ষে চার্চগুলোকে সাজানো হয়েছিলো বর্নিল অপরুপ সাজে।

জেলার গৌরনদী উপজেলার ক্যাথলিক চার্চের পালপুরোহিত ফাদার লাজারুস গমেজ’র পরিচালনায় গৌরনদী চার্চে বড়দিন উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার অতুল পালমা, ফাদার বরুন গমেজ, ফাদার ইলিয়াস সিএসসি, ফাদার সিলভেষ্টার রোজারিও, বিআরডিবির চেয়ারম্যান জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি মোঃ আসাদুজ্জামান রিপন, সহসভাপতি এইচ.এম নাসির উদ্দিন, সাবেক সহসাধারন সম্পাদক সুশীল জয়ধর, গৌরনদী ডট কমের সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক মনীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী থানার এস.আই মোঃ শাহজাহান।

অনুষ্ঠানের মধ্যে ছিলো গীতিআলক্য, বানী পাঠ, অনুধ্যান, পাপ স্বীকার, গোশালা ঘরে যীশুকে স্থাপন, মহাখ্রীষ্টযাগ ও কেক কেটে শুভ বড়দিন উদ্যাপন। একইভাবে ধর্মপল্লীর আওতাধীন ৩১টি গ্রামে মহাধুমধামের মধ্যদিয়ে খ্রীষ্ট সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদ্যাপন করা হয়।