মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তিতে শিক্ষিত হতে হবে

শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার সাথে সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে। সেক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত হতে হবে।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে জনতা ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশালের গৌরনদী প্রেসক্লাবসহ উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উলেখিত কথাগুলো বলেছেন জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) প্রকল্প থেকে কম্পিউটার প্রদান অনুষ্ঠানে গৌরনদী প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের পরিচালক এডভোকেট বলরাম পোদ্দার বাবলু। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোঃ মহিউদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, জনতা ব্যাংকের টরকী শাখার ব্যবস্থাপক অরুন কুমার রায়, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু, প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমান। বক্তব্য রাখেন সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, মোঃ হানিফ সরদার প্রমুখ।

শেষে প্রধান অতিথি গৌরনদী প্রেসক্লাব, গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মাহিলাড়া ডিগ্রি কলেজ, মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় ও কাসেমাবাদ ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসায় মোট ৫ টি কম্পিউটার বিতরন করেন।