আগৈলঝাড়ার ওয়াপদা-নাঘিরপাড় এক কিলোমিটার সড়কে দীর্ঘদিন ধরে বেহাল দশা

আগৈলঝাড়া-পয়সারহাট প্রধান সড়ক থেকে নাঘিরপাড় হাইস্কুল পর্যন্ত এক কিলোমিটার সড়কের বেহাল দশা দীর্ঘদিন ধরে। সড়কটির জন্য জনপ্রতিনিধি বা এলজিইডি বিভাগের কোন মাথাব্যথা নেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় জনসাধারণসহ স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকদের। গত আওয়ামীলীগ সরকারের সময় সড়কটি কার্পেটিং করা হলেও বিগত জোটসরকারের সময় সড়কটি ব্যাপক বিধ্বস্ত হলেও কোনরকম সংস্কারের উদ্যোগ নেয়নি তারা। প্রতিদিন ওই সড়ক দিয়ে নাঘিরপাড় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, এলাকার জনসাধারণ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কটিতে খানাখন্দকের কারণে প্রতিদিন ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। বাগধা ইউপি চেয়ারম্যানও এ রাস্তা দিয়ে যাবার সময় দূর্ঘটনার শিকার হয়েছিলেন। সড়কটি সংস্কারে আগৈলঝাড়া এলজিইডি বিভাগ কোন পদক্ষেপ গ্রহণ করছেনা। ওই ১ কিলোমিটার সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করছে। বিগত জোটসরকারে সময় উপজেলা সদরের বিভিন্নস্থানে সড়কের উন্নয়ন কাজ হলেও এসড়কটির নির্মাণ বা সংস্কারের কোন উদ্যোগ নেয়া হয়নি। কারণ হিসেবে জানাগেছে, ওই এলাকায় অধিকাংশ ভোটার আওয়ামীলীগ সমর্থিত হওয়ায় জোটসরকার ওই সড়কের উন্নয়ন কাজ করেননি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। ওই সড়কের অধিকাংশ স্থান ভেঙ্গে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। একারণে যানবাহন চলাচল করার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী ও ছাত্রছাত্রীদের দাবী শীঘ্রই এ সড়কটি নির্মাণ করে যাতায়াত ও যানবাহন চলাচল উপযোগী করার জন্য ব্যবস্থা নেয়া হোক।