বই বিতরণের নামে অর্থ আদায়ের অভিযোগ

আগৈলঝাড়ায় তা মানা হচ্ছে না। বিদ্যালয় ম্যানেজিং কমিটির যোগসাজছে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে অর্থ আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে অভিভাকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের অভিযোগে জানা গেছে, উপজেলার ১২৬টি প্রাথমিক বিদ্যালয়ে ১মশ্রেণীতে ৫২০৩ সেট, ২য়শ্রেণীতে ৪৭৭৪ সেট, ৩য়শ্রেণীতে ৪৯৫৭ সেট, ৪র্থশ্রেণীতে ৪৪৩০ সেটও ৫ম শ্রেণীতে ৩১৫০ সেটসহ মোট ২২৪১৪ সেট বই বিতরণ করা হয়েছে। বই বিতরণের সময় বিদ্যালয়গুলো বার্ষিক ক্রীড়া, মিলাদুন্নবী, সরস্বতী পূজার চাঁদাসহ স্কুলের বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের অজুহাত দেখিয়ে ৪০-৫০ টাকা করে ছাত্র-ছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। একাধিক অভিভাবকরা জানান, সরকার বিনামূল্যে ছাত্র-ছাত্রীদের বই দিলেও তা টাকা দিয়ে নিতে হচ্ছে। তাহলে সরকারের শিক্ষার এই কর্মসূচী কোন কাজেই আসছেনা। এব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান জানান, বই বিতরণের নামে টাকা আদায় করা অবৈধ। কারও বিরুদ্ধে টাকা আদায় করার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।