নাতীনকে সর্প দংশন করার খবর শুনেই হৃদযন্ত্রের ক্রীয়াবন্ধ হয়ে মারা গেছেন নানী আনোয়ারা বেগম (৪০)। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার গৌরনদী পৌর এলাকার দক্ষিণ পালরদী গ্রামে। পারিবারিক সূত্রে জানা গেছে, দক্ষিণ পালরদী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী অহেদ সরদারের কন্যা তাসলিমা বেগমের প্রথম মেয়ে সিমাকে (১০) বৃহস্পতিবার সকালে সর্প দংশন করে। মোবাইল ফোনের মাধ্যমে এ খবর শুনে ষ্টক করেন অহেদের স্ত্রী আনোয়ারা। মুমুর্ষ অবস্থায় তাকে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ওইদিন বিকেলে আনোয়ারা মৃত্যু বরন করেন।