বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেরালে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুসের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মিজান, আওয়ামীলীগ নেতা কালিয়া দমন গুহ, জয়নাল আবেদীন হাওলাদার, রাজু আহম্মেদ হারুন, জয়নাল খন্দকার, আবু সাঈদ নান্টু, উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হারিছুর রহমান হারিছ, যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনিস, দিলু হাওলাদার, জামাল খন্দকার প্রমুখ।